Banglar Porikha-এ আপনি যেসব ডিজিটাল প্রোডাক্ট (যেমনঃ PDF, Notes, eBooks) কিনছেন, সেগুলো ডাউনলোডযোগ্য এবং নন-রিফান্ডেবল।
আমরা আশা করি আপনি কেনার আগে সম্পূর্ণ বিবরণ দেখে ও বুঝে সিদ্ধান্ত নেবেন।
❌ আমরা রিফান্ড প্রদান করি না (No Refund Policy)
একবার কোনো PDF / ই-নোটস / ডিজিটাল কনটেন্ট কিনে নেওয়ার পর তা ফেরত (refund) বা বদল (exchange) সম্ভব নয়।
এর কারণ:
- এই কনটেন্টগুলো ডিজিটাল ও downloadable হওয়ায়, সেগুলোর নিয়ন্ত্রণ ফেরত নেওয়া সম্ভব নয়
- প্রতিটি প্রোডাক্ট কেনার সঙ্গে সঙ্গে আপনি সেটির পূর্ণ কপি পেয়ে যান
✅ কেনার আগে দেখুন (Please Read Before Purchase)
আমরা প্রতিটি পেইড কনটেন্টের সঙ্গে তার বিস্তারিত বিবরণ, নমুনা ছবি (preview), এবং বিষয়ভিত্তিক তালিকা দিয়ে থাকি, যাতে আপনি নিশ্চিত হতে পারেন কেনার আগে।
👉 যদি কোনো বিষয়ে সন্দেহ থাকে, আমাদের সাথে কেনার আগে যোগাযোগ করুন:
📧 contact@banglarporikha.com
📱 WhatsApp: +91 8240127658
📩 ভুল পেমেন্ট বা সমস্যা?
যদি আপনি ভুলবশত দ্বিগুণ পেমেন্ট করে থাকেন, বা কোনো টেকনিক্যাল কারণে PDF না পান, তাহলে আমাদেরকে ইমেইল করুন।
আমরা প্রতিটি কেস যাচাই করে সঠিক সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
⚠️ ফ্রড ও অপব্যবহার (Fraud & Abuse)
আমাদের PDF গুলো কেবলমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য।
অন্য কোথাও শেয়ার, রিসেল, টেলিগ্রামে ছড়ানো বা কপিরাইট ভাঙা হলে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
✅ সম্মতির ভিত্তিতে (By Purchasing…)
আপনি যদি আমাদের কোনো PDF বা ডিজিটাল প্রোডাক্ট কেনেন, তাহলে আপনি এই Refund Policy-তে সম্মত হচ্ছেন।
তোমার যদি কোন প্রশ্ন, অভিযোগ, সাজেশন বা কোর্স সংক্রান্ত জিজ্ঞাসা থাকে, তাহলে নিচের ফর্মটি পূরণ করো। আমরা চেষ্টা করব ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দিতে।
📌 Form Link – https://forms.gle/McqFu1faiN7o9zb96